বাঁকুড়ার সোনামুখীতে ময়াল সাপ উদ্ধার : চাঞ্চল‍্য‍ এলাকায়

24th July 2020 12:48 am বাঁকুড়া
বাঁকুড়ার সোনামুখীতে ময়াল সাপ উদ্ধার : চাঞ্চল‍্য‍ এলাকায়


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : ফের সোনামুখীতে ময়াল সাপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকা জুড়ে | সোনামুখী বনদপ্তর সূত্র মারফত জানতে পারা যায় এদিন এই ময়াল সাপটি সোনামুখী পৌরসভার ৮  নম্বর ওয়ার্ডের রাস্তার ওপরে চলাফেরা করতে দেখে স্থানীয় বাসিন্দারা ময়াল সাপ টি কে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা এরপর ওই এলাকার স্থানীয় বাসিন্দারা সোনামুখী থানায় খবর দেয় সোনামুখী পুলিশ বনদপ্তর খবর দিলে সোনামুখী ফরেস্ট অফিসার দয়াল চক্রবর্তী তড়িঘড়ি ময়াল সাপ থেকে 8 নম্বর ওয়ার্ড থেকে সোনামুখী বনদপ্তর অফিসে নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসার পর সাপটিকে আবার বনে ছেড়ে দেওয়া হয় |
সোনামুখী ফরেস্ট অফিসার দল চক্রবর্তী র কাছে কিভাবে ময়াল সাপ টি লোকালয়ে ঢুকলো জানতে চাইলে তিনি জানান অত্যাধিক বৃষ্টির কারণে যে সমস্ত ড্রেন গুলি জলপূর্ণ হয়ে জঙ্গলের ভেতরে প্রবেশ করেছে সেই ড্রেন গুলির মাধ্যমে বন থেকে ময়াল সাপটি লোকালয়ে প্রবেশ করেছে বলে অনুমান করছেন তিনি |





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।